বোট ছোটে জল কেটে
প্রেমাঙ্কুর মালাকার
বোট ছেড়ে দেয়, যাত্রা শুরুর,
ইশারা নোঙর খুলে-
পাড়ের কাছেই, সাগরের জল,
আচমকা ওঠে দুলে!
ঝাপটা মেরেছে, বিশাল কুমির,
জলে ওঠে তোলপাড় ;
রূপালি মাছেরা, ছিঁটকে বেরোয়,
জল থেকে বারবার।
মাঝদরিয়ায়, বোট থেমে যায়,
যাত্রী তুলবে বোটে;
ছোট বোট এসে, লাগে বড়ো বোটে,
সিঁড়ি বেয়ে সব ওঠে।
বোট ছাড়তেই, আবার থামলো,
চালক ধরেছে হাল;
শেষ বোট এলো, কেন লেট হলো?
কেউ তো পাড়েনা গাল!
ছোট বোট দুটো, বাঁধে বড়ো বোটে,
পিছে কাছি দিয়ে এঁটে;
বীরবিক্রমে, ছোটে বড়ো বোট,
সাগরের জল কেটে!
—oooXXooo—