ঘাষফুল
মৌসুমী ঘোষাল চৌধুরী
*********
অন্ত্যজা, সরল বালিকা
আমার কটিতে ঘুমায়, ঘাড়ে ছুঁয়ে যায়
তাজা গোলাপাকৃতি
নরম ঘাড়।
যেন গ্লোব। একাকিত্ব এ্যাকাউন্টে সানফ্রান্সিসকো
সাজানো গম্বুজ।
জড়িয়ে উঠি বেয়ে বেয়ে; ক্রাচ হাতে, চোখে মাইনাস।
তবু দেখা হয় ইতিহাসের পাতায় ” ময়ূরসিংহাসন “।
মাঝি আমি, চুপিচুপি দেখি
অভিযাত্রীদের চোখে হাসির ঝিলিক।
অকালে, দড়িব্যালান্স খেলে
মা বাবা জিতে যায়; বাবার পরনে উজ্জ্বল জামা।
সাদা মেঘ সারসের মত, বয়ে চলে।
ভাঙা রেকর্ড প্লেয়ারে এঁকে দিয়েছ কবি
তার শরীরে ঝিপসি স্নান।
সেই স্নানে ” সবুজ ” বৃক্ষ নতজানু
উত্তপ্ত দু হাতের পাতায় পাতায়
চায় তৃষ্ণা নিবারন।
আমার চৌহদ্দিতে রোদেলা খেলা।
জানলা খুললে পলাশ শুকায়, ইস্ট্রোজেনের গন্ধ।
শরীরের আদ্রতা পলাতক,
ছুটে যাই ট্রাম ডিপো।
ট্রামের ঘরে তথাগত স্তুতি। ধীরে ধীরে পুকুরের উষ্ণতায়
রাজহাঁসের সাথে যেন চরৈবতি।
সারসের মুদ্রায় উপচ্ছায়া
উপছে পড়ছে বঙ্গোপসাগর, আরব, মহানগরী জোট।
রাজহাঁসের জলের ছিটেয়
আকাশের ভাষা ছুঁড়ে
খুশি খুশি মাটিতে ঘাসফুল হয়ে সেলিব্রেশন করি
সৌহার্দ্য দিনযাপন।
কেউ দূরে গেয়ে ওঠে,
” হাম বেওয়াফা হারগিস না থে “।
—oooXXooo—