কাটেনা সময়
মৃনাল কান্তি বাগচী
নয়ন মেলে আমি
দেখিতে যাই যাকে,
আমি দেখিতে
পাইনা তাকে।
শুধুই ভাবি আমি
তারি আসার কথা,
যতই ভাবি হৃদয়ে
লাগে তত ব্যথা।
সেই ব্যথার
নেই কোন নিরসন,
তাইতো সদা থাকে
বিষাদ আমার মন।
বিষাদ মনের পিয়াস
ভালোবাসার আশ,
দিনে দিনে বাড়ে
বিরহের রাশ।
যাকে পেতে চায়
আমার অবুঝ মন,
সে যে আমার
ভালোবাসার ধন।
নয়ন তাকে বারে বারে
দেখিতে চায়,
তবুও একটিবারে তাকে
দেখিতে নাহি পায়।
আছি তারি
আসার আশায়,
কাটেনা আমার
বিরহের সময়।।।
——-#####——