অসীমান্তিক
মণিকা বড়ুয়া
অসীমান্তিক হবো।
গোত্রহীন আমি।
পর্যটক রসে ডুবিয়েছি শরীর।
বেড়া ভেঙে ভেঙে পার হই রোদবিছুটি।
দাহ নয়, সমাধি নয়—
বেলা শেষে ঢুকে যাব দেহদানের নৌকায়।
ডাক্তার ছাত্ররা সনাক্ত করবে অস্থিফলক।
—oooXXooo—