হালচাল
✍️ প্রদীপ সরকার
মানুষ যখন মানুষ হয়ে হুঁশবোধটাই যায় ভুলে।
সভ্যতার সূর্য তখন যায় যে ঢলে অস্তাচলে।
একে অপরের সাথে, চলতে মিলে একত্রে, গড়ে উঠেছিল এই সমাজ প্রথা।
আধুনিক এই যুগের মানুষ, দেখি ভুলেছে আজ সেই কথা।
দোষ যে হেথায়, কেহরে গো নাহি দেওয়া যায়।
স্বার্থপর আজ সকল মানুষই যে প্রায়, অতি আধুনিক এই দুনিয়ায়।
শুধু নিজের কথাই ভাবতে ব্যাস্ত আজ যে মানুষ সকল সময়।
কার চুলাতে চাপেনা হাঁড়ি, কারও দেখার ফুরসত কোথায়।
শাসনের ওই মুকুট যখন, যে দলেরই মাথায় ওঠে।
গণতান্ত্রিক এই প্রথাতে, মিলেমিশে একসাথে, সে দলের মাথাগুলো সব ফায়দা লোটে।
গরীব মানুষ ধীরে ধীরে হতেই থাকে গরীব আরও।
নানান ভাবে চলে শোষণ, নেতাদের হয় পোয়াবারো।