তোমার প্রেমে বধূ
কিশোর বিশ্বাস
তোমার প্রেমে বধূ
এত সুধা এত মধূ
অনন্ত পিয়াসা মোর নিমিষে মিটায়।
কী জানি যে প্রেমময়
কত প্রেমের উত্স তায়
লক্ষ লক্ষ গ্রহ যার চরণে লুটায়।
করিয়া ঘরের বার
বন্ধ করি সব দ্বার
সেথা নিয়ে ফেলেছ আমায়।
বাঁধিয়া প্রেমের জালে
জ্বালায়ে বিরহানলে
বুঝালে ব্যথার উত্স কেবল মায়ায়।
কত জন্ম সাধনায়
পেয়েছি আমি তোমায়
প্রবেছিনু তার প্রেমে তোমার দয়ায়।
—oooXXooo—