সেয়ানা বিদেশী খুব
প্রেমাঙ্কুর মালাকার
রাজস্থানের, গরিব ছেলেরা,
বিদেশীকে ধরে ছেঁকে –
সেয়ানা বিদেশী, এক কাঁনা কড়ি,
দেয়না পকেট থেকে।
সারা পৃথিবীতে, ভারতীয় রাই,
অগ্রণী শুধু দানে;
বহু ভারতীয়, দান করাকেই,
পূণ্য কর্ম মানে!
প্রদীপের নীচে, অন্ধকার যে,
আমীর রাজস্থানে ;
গরিব ছেলেরা, ভিক্ষা চাইছে,
শুধুই পেটের টানে!
একটি বিদেশী, চিপস চিবোয়,
ভূখা মেয়ে হাত পাতে;
পাথরের মতো, মুখে খেয়ে যায়,
কণাও দেয় না হাতে!
রক্ত বসন, সাধু টাকা চায়
দেখি বিদেশীর কাছে-
দিলোনা,বলেছি, ‘সাধু হলে বাপু,
টাকায় কি কাজ আছে?’
—oooXXooo—