নদীতে পুরুছায়া
মৌসুমী ঘোষাল চৌধুরী
*************
মনে আছে, বারিষ পুত্র
বিরহী চাদের কাপন; নদীর ভিতর।
যার দুচোখ ভরাট শস্যক্ষেত ছিল।
নদী পারে আমার শ্যামল ঘুমে,
নৌকো এসে পৌছাল যখন !
সাহিলে, কিনারা ভেঙে পড়ছে
একের পর এক লগন।
নদীর ধারাকে বলেছিল, পেয়ালায়,
পান খয়েরে, নতুন খালেদা তুমি!
খোদা, তোমার থেকে একটু দূরে
নৌকো বিসর্জন দিয়ে
আচল খসিয়ে হেটে যাবে –
নদীটির নলীতে!
পড়ে থাকবে, একশত টাকার
পাকা আম।
বাড়ীতে ফিরবে ঠিকই,
হাতদুটো চেপে রেখে
হ্যারিকেন নিভিয়ে দিয়ে,
মুসলমান মাঝির কন্যা দাড় টানে।
মহলে, শিশায় সমস্ত পথ হাসে, আজো।
—oooXXooo—