গুরু
আগন্তুক
গুরু বলতে কালের স্রোত, জ্ঞান সঞ্চারক।
গুরু বলতে অসীম হৃদয়, উড়ানের ধারক।
গুরু বলতে আমার ভ্রূণের রক্ষক যেজন।
গুরু বলতে অসার দেহের বিশ্বভ্রমণ !
গুরু আমার মাতাপিতা যাদের তুলনা নাই।
গুরু আমার বসুমাতা যার বুকেতে ঠাই !
গুরু আমার সর্ব দিশা, গ্রহ নক্ষত্র তারা ।
যাদের পরশ বিহীন আমি সদা সর্বহারা !
গুরু আমার ইন্দ্রিয়রা অনুভবের দ্বারে !
শত্রু মিত্র সবাই গুরু, শ্বাস বায়ুর সেতারে!
গুরু আমার বাঁশের বাঁশি,আমার হাতের লাঠি !
গুরু আমার সর্বশিক্ষক, জীবন গড়ার সাথী।
গুরু বলতে জীবন মৃত্যুর, পথের দিশারী
গুরু বলতে সাধক প্রাপ্ত,শক্তির সঞ্চারী !
গুরু বলতে আর কিছুনা গুরু কেবলই গুরু !
জড় জৈব প্রতি প্রাণের স্পন্দনের শুরু !
“””‘”””””””””””””””””””””””””