করোনার নবজাতকের দরবার
সুমান কুণ্ডু
**********★**********
উহান উপাধ্যায়
সকলের সাথ দেয়
করোনা কুণ্ডু
কিনবে বাঘের মুন্ডু।
কোভিড কোলে
থাকবে কি টোলে?
কোয়ারিন্টিন কোঙার
হবে বড্ড গোঁয়ার।
লকডাউন লাহা
গাইবে সারে যাঁহা।
সোস্যাল ডিসট্যান্স সোম
বাঁধবে বোধহয় বোম!
মাস্ক মানি
শোনাবে মধুর বাণী
গ্লাভস গাইন
করবে বেদম সাইন।
পিপিই পাল
ধরবেই দেশের হাল,
সাবান সাধু
দেখাবে হরেক যাদু।
হ্যান্ডওয়াশ হাওলাদার
চড়বে মাথায় দাদার!
স্যানিটাইজার সেন
সাড়াবে দারুন ব্রেন।
হবে সব এক একটা যন্ত্র
মানবে না কোন তন্ত্র মন্ত্র।
বড় হও সব নিশ্চিন্তে
যেন পারে বিশ্ব তোমাদের চিনতে!
—oooXXooo—