হায়রে জীবন
আগন্তুক
পাওয়ার আশায় আশায় ,
ভালো থাকতে ভুলেছি ।
ভালোবেসে কাছে এসে নয় ।
মনে-প্রাণে ভালোবাসতে শিখেছি ,
সেভাবে ভালোরাখতে নয় ।।
শুনেছি জীবন বড়ই মধুময় ,
শিক্ষা তার প্রতি পাতায় পাতায় !
অথচ যতক্ষণে তাকে বুঝলাম ,
সে যেনো কোথায় গেছে হারায় !
সময় থাকতে দেয়নি তার মর্যাদা ,
করিনি সময়ে সময়ের কাজ !
আগামীর শুভক্ষণের প্রতীক্ষায় ,
স্বপ্ন সুখেই করেছি কেবল রাজ !
আজ যখন নিজেকে প্রশ্ন করি ,
ভেঙে গিয়েও ফের যখন গড়ি !
সময় বসে মুচকি মুচকি হাসে ,
চায়না বইতে জীবন সে তার তরী !
তবুও লড়ি হায় মরি মরি ,
রাখি মৃত্যুরে পিছে পিছে !
তবুও বুনি স্বপ্ন রোজ রোজ ,
হয়তো বা মিছে মিছে !!
—oooXXooo—