স্বপ্ন রাজ্যের রাজা আমি
মৃনাল কান্তি বাগচী
রাতের বেলা ঘুমিয়ে পড়ি
যখণ
স্বপ্ন রাজ্যে নিত্য করি আমি
বিচরন।
ইচ্ছে ডানা মেলে যাই আমি
উড়ে
নিজকে রাজপুত্র ভাবি ঘুমের
ঘোরে।
সাত সমুদ্র তের নদী পার হয়ে
চলে যাই বহু দূরে তেপান্তরে,
যেথায় রাজ কন্যে রয়েছে
বন্দী রাক্ষসীদের ঘরে।
যুদ্ধ করে রাক্ষসীদের যখণ
করি পরাজয় ও পর্যুদস্ত,,
ঘুম ভেঙে দেখি আমি আছি
আমার প্রিয় বিছানায়
বিধ্বস্ত।
মনটা বড্ড খারাপ লহয়ে যায়
আমিতো আর রাজপুত্র নই।
অতি সাধারণ মানুষ আমি
এ ধরনের স্বপ্ন যে আমার
একেবারে নিছক পাগলামি।
মনের পাগলামি আছে বলে
স্বপ্ন দেখে অবুঝ মন,
যদিও কখণো কখনো স্বপ্ন
ভালো রাখে মন।
স্বপ্ন দেখি আমি
স্বপ্ন দেখো তুুমি,
স্বপ্ন আছে তাই
স্বপ্ন রাজ্যের রাজা আমি।
হোকনা সে স্বপ্ন রাজ্য
তবুও তা নিজের রাজ্য,
যেথায় আমি অধীশ্বর
থাকিনা আর প্রজা আর।
প্রজা যদি না পায় বিচার
প্রজার রাজা হওয়ার স্বপ্ন
ভ্রান্ত বলি কি করে আর???
———-+++++++———