সবুজ ও বৃষ্টি
মৌসুমী ঘোষাল চৌধুরী
******
সেদিন ঘাসে, শুয়েছিলাম যখন
ময়াল সাপ, লজ্জা নিবারণ করেছিল;
মেঘশাড়ী বর্ষা হলেই, উড়ে যায় মেলে ডানা।
তুমি বলেছ রক্তাক্ত জবা মেলে দিতে;
নরম কাঁথার তলায় কালো কুচকুচে
বৃষ্টি কাদা কালো বিকেল, যোনির
কালো জালে, আমের বোঁটায়
প্রান ছটফট করে –
কতবার ফিরে আসো, ভাসাতে জীবন।
ছাদের তলা, কলেজ ক্যাম্পাস, নন্দন –
তোমার স্পর্শে চর্বিপূর্ণ মেঘালয় পাহাড়েও
শিহরন, বাঁশে বাঁশে বন্দী ইউফোরিয়া গলি।
কৃষক কন্যার কালো ঘামেই
পায়ে পায়ে নধর সমুদ্র ভিজেছ
কলকাতার লিপস্টিক তর্ক প্রেস।
কলমি শাকের ভিতর ঘুমন্ত
গামছা আর গায়ে হলুদ স্মৃতি
বয়ে আনে বালুচরী ফিল্ম।
—oooXXooo—