মন পড়ে রয়
কিশোর বিশ্বাস
মন পড়ে রয় চিল ঢাকা সেই বিলে
মন পড়ে রয় হরেক মাছের ঝিলে
মন পড়ে রয় কই টুবুরি মাছে
মন পড়ে রয় বন বাদাড়ের গাছে
মন পড়ে রয় শিউলি গাছের তলে
মন পড়ে রয় মজা খালের জলে
মন পড়ে রয় জ্যোৎস্না রাতে গাঁয়
মন পড়ে রয় বাউল মাঝির নায়
মন পড়ে রয় সরিষা ক্ষেতের বনে
মন পড়ে রয় প্রজাপতির সনে
মন পড়ে রয় শালিক ছানার বাসায়
মন পড়ে রয় টিয়া পাখির খাঁচায়
মন পড়ে রয় বাছুর ছোটে মাঠে
মন পড়ে রয় গাঁয়ের বধূর ঘাটে
মন পড়ে রয় পিদিম জ্বলা হাটে
মন পড়ে রয় বাঁকা নদীর বাটে
মন পড়ে রয় উদাস শ্মশান ভূমে
মন পড়ে রয় মাটির চরণ চূমে।
—ooXXoo—