ভাল থেকো
চিত্রশিল্পী তপন কর্মকার
ভাল থেকো মা ঠাকুর মা,
নাতি পুতি নিয়ে।
ভাল থেকো শত্রু মিত্র,
তোমার আমার প্রিয়ে।
ভাল থেকো গুল্ম লতা,
কুসুম কলি ফোটো।
ভাল থেকো ভাবনা গুলো,
হও’না যতই ছোটো।
ভাল থেকো পাঁকপাকালি,
আম কাঁঠালের ছায়া।
ভালো থেকো এই পৃথিবীর,
সারা দেশের মায়া।
ভাল থেকো কান্না হাসি,
ভাল থেকো মন্দ।
ভাল থেকো সুরের ক্ষেয়া,
তুলতে তুফান ছন্দ।
ভাল থেকো কল্পনা প্রেম,
দুর=কে জানতে ঢাই।
ভাল থেকো শক্তি বল,
কোথায় খুঁজে পাই।
ভাল থেকো রক্ত শিড়া,
হৃদ পিন্ডুর কর্ম।
ভাল থেকো বিশ্ব বুকে,
বিশ্ব বাসীর ধর্ম।
ভাল থেকো পীঁপড়ের দল,
দল বেধেঁ সংসারে।
ভাল থেকো হাতির পাল,
আপন অহংকারে।
ভল থেকো সাগর মরু,
খাঁটির চেয়ে খাঁটি।
ভাল থেকো শহর তলীর,
গাও গ্ৰামের মাটি।
ভাল থেকো ভালবাসা,
অমর অক্ষয় তুমি।
ভাল থেকো স্বপ্ন আশা,
সাজতে মাতৃ ভূমি।
ভাল থেকো জলের ঢেউ,
ফুরফুরে মন হতে।
ভাল থেকো সময় সাথী,
স্বমুখ চলার পথে।
ভাল থেকো সুক্ষ বড়,
কাঁকড় হতে পাহাড়।
ভাল থেকো বস্তু বাসী,
কল ইঞ্জিনে জোয়ার।
ভাল থেকো যে-যেখানে,
রয়েছ ঘর ছাড়া।
ভাল থেকো আকাশ বাতাস,
ঐ চন্দ্র সূর্য তারা।
কার ভাল কিসের ভাল,
তার কতটুক বুঝি।
সবার ভালো স্বপ্ন সুখে,
এই কামনা পুঁজি।
—ooXXoo—