ভ্রমণ রাজস্থান
প্রেমাঙ্কুর মালাকার
আড়াইশো টাকা,প্যাকেজে আমরা,
আজ রাতে মেহমান!
তিলক কেটেই, কিশোরী করলো,
তোরণেই আহবান!
খাতির করেছে, প্লেটে প্লেটে এনে,
খাবার দিয়েছে তুলে ;
চা-পান করায়,এরা পরদেশী,
সেকথা যায়নি ভুলে।
রাজস্থানের, গান শুরু হলো,
মানেতো বুঝিনা তার-
পরিবেশনের, গুণে হয়ে ওঠে,
অতীব চমৎকার!
ঝুনু উঠে গিয়ে, ভিডিও করেই,
ছবি তোলে বারবার ;
বেকার তুলছে, আসল সময়ে,
দম থাকবেনা আর!
ঠিক তাই হলো,নাচের ছিলোযে,
কতোনা অনুষ্ঠান ;
এইবার ঝুনু, তুলতে পারেনা,
ব্যাটারিতে নেই জান!
দুটো মেয়ে আর একটি ছেলেই,
নেচে নেচে করে মাৎ-
চাকা নিয়ে নাচে, দেখে ভালো লাগে,
আনন্দে কাটে রাত!
মাথায় কলস, নিয়ে ছিলো নাচ,
শেষের অনুষ্ঠান ;
দেখে শুনে লাগে, সার্থক হলো,
ভ্রমণ রাজস্থান!
—oooXXooo—