ভালোবাসার উত্তাপ
মৃনাল কান্তি বাগচী
তোমার তরে
মন আমার কেমন করে,
বলিতে পারিনা
বক্ষ ভাসে অশ্রু নীরে।
আমাতে আমি
খুঁজি তোমার মন,
তোমাতে হারিয়ে যাই
যখণ তখণ।
তোমার মাঝে খুঁজে পাই
ভালোবাসার উত্তাপ,
ভুলে যাই, যত আছে
মোর জীবনে দুঃখের
পরিতাপ।
দুঃখকে ভাসিয়ে দেই
সাগরের অথৈ জলে,
সুখের তরী মোর ভেসে চলে
প্রেমের পারাবারে হেলেদুলে।
কূলহারা প্রেমের পারাবার
তুুমি আমি হয়ে যাই একাকার,
প্রেম যমুনা উতাল পাতাল
স্বপ্ন ভাঙলে থাকে শুধু
হাহাকার।
স্বপ্ন সেতো আমার জীবনের
আঁকা কল্পনার জল ছবি,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা
নিত্য দিনের মনের হবি।।।
———-++++++++———-