“হম রহে ইয়া না রহে…কল”
প্রেমাঙ্কুর মালাকার
গান-সেলামেই,’কে.কে.’র বিদায়,
জীবনের অবসান;
তিনি আর নেই, রয়ে গেলো তাঁর,
গাওয়া অজস্র গান!
সুরের যাদুতে, হাজার হাজার,
শ্রোতাকে মাতিয়ে রেখে –
“হম রহে ইয়া না রহে…কল”,
শেষ গান গায় ‘কে.কে.’!
তীব্র গরম! এ.সি.ও চলেনা!
বালবের সে কী তাপ!
নেভাতে বলেন, কেউ নেভায় না,
সব গান শোনে সাফ!
সে কী শঙ্কট! গান থামায় না,
দেহে গলগল ঘাম-
গাইতে গাইতে, কে.কে. কুন্নাথ.
ছেড়ে গেলো ধরাধাম!
—00XX00—