দেশ
চিত্রশিল্পী তপন কর্মকার
আমি করবো কারে পর্শ,
করবো কারে পর্শ।
মানুষ গুলি মান-হুশ ছাড়া,
থার্ড-বার্টে দুরদর্শ।।
কালকে যারা মুঠে মজুর,
আজকে তারা শাহেব হুজুর
সঙ্গে শুধু নেই প্রতাপের,
চৈতক সেই অর্শ্ব।।
পশুর চোখে সময় পড়ি,
অবস্থা এক গলায় দড়ি।
হিসেব ছাড়াই হিসেব দেখি,
মহামারী স্পর্শ।।
আজ মনে আমার,
মন টেকানো দায়!
যেন হুমড়ি খেয়ে,
পড়তে শুধু চায়।
এমনি করেই কেটে যায়,
আমার প্রতি বর্ষ।।
সামনে পিছে যারা আছে,
ঘর পুড়িয়ে উধম নাছে।
ভাইয়ে ভাইয়ে লড়াই করে,
হচ্ছে কেবল ভর্শ।।
যত অ্যায়কে তোলা দিতে,
ওরা সবাই এক সারিতে।
সাথে আমার সাধ দেয়না,
আমার ভারতবর্ষ।।
—০০XX০০—