তোমার সুখেই সুখ
আগন্তুক🕊️
তুমি কাছে এলে শীতল হয় মন প্রাণ ,
দূরত্বয় হতাশা গ্রাস করে !
ভালোবাসা কারে কয় বুঝিনি এখনো ,
তবে তুমি রও সদা এই বুকের ভেতরে !
তোমার হাসিতে ফুল ফোটে ডালে ,
বসন্তের কোকিল গায় উল্লাসে সুরে !
আমার দেহ – মনের ক্লান্তি গুলি সব ,
নিমিষেই যায় শান্তি – সুখে ভরে !
জ্ঞানে অজ্ঞানে শুধু তোমাকেই ভাবি ,
তোমাকে ঘিরেই আমার যত স্বপ্ন !
তোমার সুখেতেই ভাসাবো জীবন তরী ,
তোমার হাসি বিলীন হতে দেবোনা কক্ষনো !
যদি আমাকে তোমার যোগ্য মনে করো ,
যদি মনে করো আমার সঙ্গে থাকতে পারবে !
আমিতো তোমারি ছিলাম আছিও তোমারি ,
শুধু আপন ভেবে হাত দুটি ধরবে !
যদি অন্য কেউ রয় তোমার মন জুড়ে ,
যদি অন্যত্রে থেকে থাকে তোমার সুখ !
ক্ষেদ নাই কোনো নাই কোনো দুখ ,
তোমায় সুখী দেখেই জুড়ায়ে নেবো এই বুক !
তোমার সুখেই যে আমার সুখ !!
“”””'””””””””””””””””