সাধ
সোমনাথ প্রামাণিক
মা গো তুমি এমন জাদু জানো ,
জেনো আবার আমি ছোট্ট হতে পারি ।
আমার মনের খুশি আমার মুখের হাসি ,
আমার কষ্ট প্রকাশ করুক চক্ষু অশ্রু বারি ।
তোমার স্নেহ ছায়ায় দুঃখ যত মোর ,
ঘুচিয়ে দিয়ে খুলুক সুখের গৃহের দোর ।
নিশ্চিন্তে ঘুমিয়ে তোমার মায়া ভরা কোলে ,
সারাটি দিন কাটিয়ে দেব আনন্দেতে খেলে ।
মা গো তুমি এমন জাদু জানো ,
জেনো আবার আমি ছোট্ট হতে পারি ।
তোমার স্পর্শে মায়ার কাঠি জাদুরকাঠি হোক
ভুলিয়ে তুমি দাও না মা গো আমার যত শোক ।
আমি আর তো পারি না , এ কোন কর্মের ভোগ ,
দূর করে দাও না মা গো আমার মনের এই রোগ ।
ইচ্ছা করে আবার ছোট্ট খোকা হবো
তোমার হাতটি ধরে গুটি গুটি পায়ে বেড়াবো ।
মা গো তুমি এমন জাদু জানো
জেনো আবার আমি ছোট্ট হতে পারি ।
ঝিনুক বাটি পরিপাটি খাবার খাওয়াবে ধরে
বলবে খোকা না খেলে , হবি বড়ো কি করে ।
আমি বলি মা গো বড়ো ক খোনো হবো না
আমার কোমল হৃদয় খানি পাথর হতে দেব না ।
চির জীবন ছোট্ট খোকা থাকায় আমার সাধ
মা গো তুমিই শুধু পারো দিতে ছোট্ট থাকার বাধ ।
মা গো তুমি এমন জাদু জানো
জেনো আবার আমি ছোট্ট হতে পারি ।
—ooXXoo—