তালগোল
মৃনাল কান্তি বাগচী
ওর বোকা পাগল
সবই যে তালগোল,
কি করবি আর চিৎকার করে?
তোর চিৎকার কেউ শুনবে
নারে।
চলছে ধুরন্ধরদের খেলা
ফুরিয়ে গেল তোর বেলা।
বৃথা কেন করছিস তুই
পাগলামী
বিচারক যখণ আসামী।
তুই কি করে আর পাবি বিচার
সবই একাকার,
তুই যে পরিবার পরিজনের কাছে বিনা দোষে আসামী
কেন করছিস পাগলামী?
পাগলের দুঃখ কেউ বোঝেনা
যুক্তি তর্কে তুই হেরে যাবি
তুই যতই সত্যি বলিসনা।
পাগলের পাগলা বোল
সবই তালগোল।
রাজার দোষে প্রজার কষ্ট
তূই হলি পাগলে দুষ্ট,
ওরে পাগলা
সবই তালগোল।
সবাই যে ধোয়া তুলসী
বয়স যে তোর চলে গেছে
এবার চলে যা তুই বারানসী।
কি হবে আর করে পাগলামী
তুই যে বিনা দোষে আসামী।
ওরে বোকা পাগল
সবই তালগোল।
কি হবে আর চিৎকার করে
তোর চিৎকার বৃথারে।
কেউ বুঝবেনা তোর মনের
ব্যথা
তোর লেখা পড়া সবই বৃথা।
পরিবার পরিজনের কাছে
তূই যে বোঝা
বৃথাই তোর সুখ খোঁজা।
সুখ যে তোর কাছে অচিন
পাখি
বয়স যে তোর চলে গেছে
এবার চলে যা তুই বারানসী।।
———-++++++++———