জীবিকায় জ্বালা
✍️ শিব প্রসাদ হালদার
“জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর–“
জীবন ও জীবিকার তাগিদে জড়িয়ে পড়েছে পরমেশ্বর
পিতৃপ্রদত্ত নামকরণে সবাই হয়েছিল বড্ড খুশি
আজ বিবেকের দংশনে হয় ক্ষতবিক্ষত,যেন সে দুষী
বেকারত্বের যন্ত্রণায় নিরুপায়ে, নিয়েছে ব্যবসা বেছে
ভালোই আছে,চলছেও ভালো,আছে খেয়ে পরে বেঁচে
তবুও অবিরত জাগে যন্ত্রণা- তার ঐ ছোট্ট মনে
“জীব হত্যা মহাপাপ”দেয় খোঁচা- ভাবে ক্ষণে ক্ষণে
নিজেকে অপরাধী ভেবে, হয় নিজে নিজের প্রতি ক্ষিপ্ত
“পেটের দায়ে কেন হলাম এমন ব্যবসায়ে লিপ্ত—?”
পথের পাশে চলন্ত পথিক, রোজই দ্যাখে তার কর্ম
দেবী স্মরণে, ছুরি ছুঁয়ে কপালে-এটাই কি তার ধর্ম?
আরাধ্যকে ডেকে, কি বলে রোজ, জানে না কিন্তু কেউ
চিকেনের ব্যবসা চলছে ভালো,বাণিজ্যে এসেছে ঢেউ
জানতে ইচ্ছে করে, ছুরি ছুঁয়ে- কি বলে সে রোজ
কেউ কি পারবে দিতে -এই প্রশ্নের প্রকৃত খোঁজ?
—ooXXoo—