কোথায় বনলতা
অসিত ঘোষ
তোমরা কেউ শুনতে পাও
ঝরা পাতার উপর শব্দ
চলে গেছে সে দূরে। বহুদূরে।
কত হৃদয় ভেঙে অনেক দূরে
কেউ আর খোঁজে না তাকে।
মনের গভীর ক্ষত নিয়ে
আমাকে দিয়ে গেছে হাতছানি
ঝরা পাতার উপর মর্মর ধ্বনি।
গভীর অন্ধকারে হারিয়ে গেছে
কালো চুলের খোপার আড়ালে।
আমি এই নিশানা ধরে ঘুরি
আমার বনলতাকে খুজি।
হয়তো অনেকের মত
নিরাশা হয়ে ফিরতে হবে
তবুও তার সুগন্ধি ছড়িয়ে আছে
ঝরা পাতার আড়ালে।
—০০::XX::০০—