অপেক্ষা
আগন্তুক
সে বললো ! আমার আকাশ হবে ,
নীলে নিলাম্বৃত মনোসংযোগী নিখাদ অমৃত সম!
রাতের আঁধার টুকুও নাকি ,তার চন্দ্রশোভার শুভ্রতার , ম্লান হাসিতে ভরিয়ে রাখবে !
আমি দিলাম তাকে আকাশ হতে ।
সে বললো আমার স্বপ্ন হবে !
আমার চোখ দুটিতে নাকি সে ব্রহ্মাণ্ড দেখতে পায় !
আমাকে নিয়েই নাকি তার যত গল্পঃ আশা ভরসা !
আমি দিলাম তাকে স্বপ্ন হতে ।
সে বললো আমার অনুভব হবে !
আমার হৃদয় জুড়ে বাস করবে !
আমার সুখ দুঃখের সাথী হয়ে নাকি , তার সর্বস্ব উজাড় করে আমাকে ভালবাসবে !
আমি দিলাম তাকে স্পন্দনের সবটুকু ।
অথচ , সে বলেই গেলো না !
আদৌ কোনো দিন ও ফিরবে কি না !!
সেই থেকেই আমি নিথর দেহে , অপেক্ষার
প্রহর গুনছি !! সহস্র আলোকবর্ষ পেড়িয়ে !!
কত শত জীব জৈব গাছপালা নদী পাহাড় আমার
বক্ষে আস্তানা গড়লো তা হিসেব হীন !
আমি প্রত্যেককেই তার কথা জিজ্ঞেস করেছি !
কারো কাছেই তার সন্ধান জানা নেই !
আমার মতো তারাও নাকি কারো না কারো দীর্ঘকাল হইতে প্রতীক্ষারতয় !
আমি চুপ রইলাম ! বুঝতে পারলাম ! আমার ও
অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই !!
“””‘””””””””””””””””””'””””””'”””””