স্বপ্ন উজান
কলমে : অনিমেষ চ্যাটার্জী
গোধূলি বুঝি আকাশের উঠোনে মেঘের কোলে
লুকোচুরি খেলে দুরন্ত কালবোশেখীর পথ চেয়ে।
চড়কতলা ফেরত আলের পথ বেয়ে
পা মেলানো পূব পাড়ার সঙের দলটা
ক্ষনেক থমকে দাঁড়ায়
বুড়ো পাকুড় গাছটার গোড়ায়,
ফিরে চায় মাড়িয়ে আসা বিবর্ণ রাধাচূড়া
আর ঝরে পড়া মুকুলের অতীতে,
চোত ফাগুনের ছুটিতে।
রাতের গায়ে চুমু আঁকে চাঁদ,
নক্ষত্র সাক্ষী রেখে
ক্যালেন্ডারের খোপে জমাট সময়টা
ঘড়ি ধরে রাত ওল্টায়।
বেলি জুঁইয়ের ইশারায়,
ঝিঙের ফুলে, লাউ মাচায়,
মিশে যায় ভোরাই আলো,
হালখাতার হিসেবের পাতা জুড়ে
আঁকিবুকি হাজার সমীকরণ,
নতুন আশা আর স্বপ্নের উজানে ভাসে জীবন।।
—:::××:::—