সেলিব্রিটি
চিত্রশিল্পী তপন কর্মকার
টিকিয়ে রাখো টিক্কি পাড়া,
শিখে রাখো শিক্ষা।
দুঃসময়ে সব প্রয়োজন,
চাইতে গেলে ভিক্ষা।।
কাল বাবুগঞ্জে আসবে বাবু,
করবে গঠন যুবক দল।
ফল বেরবে রাস্তা ঘাটে,
ঝরবে রক্ত চোখের জল।
কপাল গুণে হয়তো সুখি,
নিতে পারো দীক্ষা।।
ইয়া বড় ফর্দ এক,
আছে রসগোল্লার হাড়ি।
ধোব দুরস্থ নতুন বরের,
কোথায় শ্বশুর বাড়ি।
আপ্যায়নে আটো সাটো,
কেবল শুধু প্রতিক্ষা।।
শহর থেকে আসবে সাহেব,
হটো সবাই হটো।
গণ্যি মান্যি কিচিং কিচিং,
তুলবে কত ফটো।
দেখতে পাবে দেখতে পাবে,
করোনা কেউ আদীক্ষা।।
এক দেশে দুই দেশের বাস,
স্বপ্ন গুলো কাটছে ঘাস।
জাত কালিতে হাত তালি বেশ,
জয়মা কালীর হলে পাশ।
মুখে মুখে মনের মানুষ,
চক্ষু শুলের পরীক্ষা।।
—:::××:::—