ভালো থাকিস তুই আজীবন
আগন্তুক
আজও বিরহের পাটাতনে বসি ,
শূন্যতার কল্পনায় ভাসি ,
মাখবো বলে ঘ্রাণ সোহাগ তোর ,
রই ডুবে হৃদ-কাননে দিবা নিশি..!!
জানালার গা বেয়ে..
মৃদু বাতাস ছুঁয়ে ছুঁয়ে যায় ,
সূর্যটা মারে উকি ঝুঁকি ,
চাঁদ তারা হামাগুড়ি দেয়..
জন সমারোহের পূর্ণতার বনে ,
পাখিদের নানা বিধি কলতানে ,
ফুলের সুবাসে ভরে ওঠা প্রাঙ্গণ ,
তোর কথাই কয়ে যায় কানে কানে !
সময়ের হাত ধরে ধরে..
ঋতুরা বেড়ায় ঘুড়ে ঘুড়ে..
পর্ণমোচি ফিরে পায় নবীনতা ,
স্বপ্নেরা ভেঙে যায় ঝড়ে !
নানা রঙে নানা সাজে ভরায়ে ভূবন ,
তোর আসা যাওয়া বুঝি সারাক্ষণ !
নাই বা রইলি তুই আমাতে ,
ভালোবাসা তুই ভালো থাকিস আজীবন..!!
—:::××:::—