রঙীন বসন্ত
কলমে ✍ : অনিমেষ চ্যাটার্জী
**********
ফাগুন হাওয়ায় খুশির গন্ধে
মাতাল হলো ফুলের দল,
নতুন পাতার সাথে মিলে
আজ ওরা তাইতো চঞ্চল।
পাতায় পাতায় ফুলে ফুলে
আনন্দেরই রোল উঠেছে,
সাথী হতে ভ্রমর পাখি
দল বেঁধে গান ধরেছে।
পলাশ শিমুল কৃষ্ণচূড়া
আজকে ঘরের বাইরে এলো,
মনের খুশি আবীর রঙে
আকাশ বাতাস রাঙিয়ে দিল।
আজকে ওদের খেলাধুলা
আজকে প্রাণের আনন্দ,
আজকে ওরা পাগলপারা
আজ যে রঙীন বসন্ত।।
–~০০০XX০০০~–