একদম ব্যক্তিগত ” উপভোগ্য আজকের দিনটি !!
আগন্তুক
বসন্তের অপরূপ লীলা বাসন্তীতে ,,
কবিতা ছড়া গান সহ দোলের দোলা..
আর প্রকৃতির শোভায় বেশ মেতেছিলাম !!
সেও আজ বিদায় জানালো..! মনের থেকে ..!
আর কানে কানে বলে গেলো , এবার সামলাও…
চৈত্রের দ্বগ্ধ যন্ত্রণা দায়ক চরম উষ্ণতা …
আর বৈশাখীর ঝড়…!
যদি টিকে থাকো…
আগামীতে আসলেও আসতে পারি…
তবে তারও নিশ্চয়তার কথা দিচ্ছিনা !
আসলে আজ একটু বন্ধু মহলে ছিলাম !
দুপুর বেলাতে…!
তখন পাখার হাওয়ায় অগ্নি ছুটছিল তপ্তময় ,,
দখিনা বাতাস প্রাণে দোলা দেয়নি……!!
সান্ধ্য হরষ ও খানিকটা উপভোগ করলাম !
চান্দ্রশোভায় প্রাণ উজ্জ্বল ছিল ঠিকই….
তবে বন্ধুত্বে আন্তরিকতা পেলামনা(রাজনীতি হেতু)
একে অপরকে নিচু দেখানোই ছিলো আমাদের
প্রত্যেকের চাওয়া পাওয়া..!!
আন্তরিকতা স্নেহ মায়া, কেমন যেনো..,
এক রঙে মিশে ফ্যাকাশে হয়ে গেছে…
যেখানে কোনো ভালোবাসাই ছিলোনা !
রঙে রঙিন হবার প্রবণতায় ,,
সবাই মিলে..একটু মদিরাও সেবন করলাম..!
মাথাটা সেই থেকেই ভারক্রান্ত..!!
এখন রাত দুটো , লিখছি আর ভাবছি..!
পরিশ্রম আর একাগ্রতা দিয়ে..
শেষে কি কেবল , ব্যধীই খরিদ করলাম ??
–~০০০XX০০০~–