অতিথি
রণজিৎ মন্ডল
পুরনো অতিথি এলো ফিরে
আবার নতুন করে,
দক্ষিণা বাতাস, শিমূল, পলাশ
কোকিলের কুহু স্বরে।
অনুভবে মোর রাঙিয়াছে মন
নতুন স্বপ্ন ভরে,
ক্ষণিকের এই অতিথি মোর
অন্তরে, বাহিরে।
কোন অতিথি আছে বলো হেথা
কাহারে সাথি করে,
আজ যারে পাই কাল যে হারাই
কালের অন্ধকারে।
ভালোবেসে কেহ আসে না হেথায়
কাউকে আপন করে,
নিজেকে হারাই তাহার মাঝে
ভালোবেসে মরি তারে।
শীত বসন্ত গ্রীস্ম বর্ষা হেমন্ত শরৎ
পার করে,
নিঃস্ব করিয়া গিয়াছি মরিয়া ভাসিয়া
অকূল পাথারে।
পাইব যাহারে শুধু মোর তরে প্রাণসখা
এ অন্তরে,
ছাড়িব না জেনো বসন্ত কেন নিদারুণ
জৈষ্ঠ ধরে।
আষাঢ়ে ভাসারে, দুকূল ভরারে
সবুজ উঠুক ভরে,
সব অতিথিকে সাজাইবো অভিষেকে
মোর শুণ্য অন্তরে।
অতিথি আমার খুলিয়াছি দ্বার
নয়গো নষ্ট নীড়ে,
আনন্দ সাগরে ভাসাইবো তরী তাহারে
সঙ্গী করে।
–~০০০XX০০০~–