ভালোবাসি বলোনা!
আগন্তুক
চলো জলে ডুবি , আগুনে পুড়ি ,
দুজনেই হই সিক্ত..!
বুঝে নিই ! কে ? কম-বেশী ভালোবাসি..!
চলো অজানায়,,সব ছাড়ি লয়ে কানা কড়ি !
কলঙ্ক মাখি তপ্ততায় হাটি !
জেনে নিই ! প্রেমে কে ? কতটা খাটি ?
চলো দুঃখে ভাসি..
সব ভেদাভেদ মিটিয়ে একটু কাছে আসি !
একটুকুও সুখ বিহীন বেদনার চড়ে বসি !
স্পর্শহীন অনুভবে একটু একটু করে বাঁচি !
কি ? পারবে না ভাবছো…!
ভাবছো খুব কঠিন !
তবে তুমি নিরাপত্তা চাইছো !
আর যাই বলো , ভালোবাসি বোলোনা.!
ওটা খুব সহজ নয় ! সবার পক্ষে সম্ভব না..!!
“”‘””‘”””””‘””””””