বিশ্বপ্রভুর পদ যুগলে
মৃনাল কান্তি বাগচী
ওহে প্রভু, সুখের দিনে
তোমায় যেন নাহি যাই ভুলে,
তুুমি প্রভু, থাকো আজীবন
মোর অন্তরের অন্তস্তলে।
এ ধরায় তুমি জীবের
সৃষ্টি,স্হিতি, লয়ের কর্তা,
যুগে যুগে তুমি দেখিয়েছো
তোমার অসীম অপূর্ব ক্ষমতা।
তুুমি করো জীবের
পাপ, পূণ্যের হাজারো বিচার,
কখনো কখনো বড়ই অতিষ্ঠ
লাগে তোমার নীরবতা,
চারিদিকে ঘটছে বহু অনাচার
যা দেখে লাগে হৃদয়ে বড়
ব্যথা।
হিংসা দ্বেষ দেখে দেখে
থাকেনা তোমার প্রতি আস্হা,
তুমি বুঝেও বোঝোনা
শোষিত, বঞ্চিত, নিপিড়িত
মানুষদের মনের অবস্হা।
তোমার বিচারের গতি
বড়ই ধীর,
মাঝে মাঝে মনে হয়
তুুমি স্হবির।
কার পাপে কে কষ্ট পায়
তুুমি তা জানো,
তোমার অভিপ্রায় বোঝা
দুঃসাধ্য কখনো কখনো।
যত দুঃখ
তুমি দেওনা কেন,
তোমার প্রতি আস্হা
যেন না হারাই,
তুুমি বিশ্বের সৃষ্টি কর্তা
এ কথা যেন কখনো
ভুলে না যাই।
তুুমি ছাড়া জীবের
এ বিশ্বে নাই গতি,
তোমার পদ যুগলে
রইলো আমার বিনম্র
প্রনতি।।।
———–++++++———–