পন্টু বাবু
নবু
পন্টু বাবু রোজ সকালে
ঠান্ডা জলে স্নান করেন,
গরম গরম ভাত খেয়ে
বাদুর ঝোলা ট্রেন ধরেন।
সেন্টু বাবু পড়শী তার
একই ট্রেনে যান,
মাইনা পেলেই খরচ দেদার
মাসের শেষে টান।
সব জিনিসের দাম বেড়েছে
মানুষ কেবল বাকি,
দুয়ারে এখন কাজ বেড়েছে
মাহিনের বেলা ফাঁকি।
বিনে পয়সায় পাচ্ছে রেশন
সরকারের কি দোষ,
নেতারা সব খাচ্ছেন লুটে
দোষী নন্দ ঘোষ।
–~০০০XX০০০~–