আহা কি চায়ের ছিরি
প্রেমাঙ্কুর মালাকার
‘রডেরহিটারে’, দফায় দফায়,
চাপিয়ে গরম জলে-
গ্রীন-টি বানায়, ঝুনু-মঞ্জুর,
চায়ের পর্ব চলে।
চিত্তদা খায়, সমীরদা খায়,
বড়দিকে জা’কে তুলে-
বড়দাকে দেয়, মহাদেবকেও,
কাউকে যায়নি ভুলে।
বড়দা বললো, ব্যঙ্গ করেই,
‘আহা কি চায়ের ছিরি! ‘
ঝুনু ব্যথা পায়, বলি গ্রীন-টি তো,
বোঝেনা যে ফোকে বিড়ি।
চুল্লু খোররা, স্কচ হুইস্কিতে,
মোটেও পায়না স্বাদ;
মেহনতে কোন, মূল্য দেয়না,
দেয় শুধু অপবাদ!
এই সংসারে, অনেকেই আছে,
করেনা পরোপকার ;
উপকারীকেই, সমালোচনায়,
করে দেয় ছাড়খাড়!
–~০০০XX০০০~–