// হে সুভাষ, প্রণাম //
অনিমেষ চ্যাটার্জি
সময়ের ফ্যাকাশে সূর্যটাও থমকে গিয়েছে,
কুয়াশা জাল ছিঁড়ে ঘোলাটে দৃষ্টিতে
ক্ষণকাল অপলকে চেয়েছে পূজাবেদী মূলে,
শুধু তোমায় দেখবে বলে।
মুহূর্তে থেমে গেছে আর সব,
বিবেক অনুসারী হে মহামানব।
এখন জন্মলগ্নে তোমার পূজা,
ফেলে আসা জীর্ণ পথ হেঁটে
ইতিহাসের পাতা উল্টে তোমায় খোঁজা।
ঘরে ঘরে উলুধ্বনি, বেজে ওঠে শাঁখ,
বাতাসের বুকে ভাসে কালজয়ী ডাক,
“চলো দিল্লী চলো”।
তুমিই শিখিয়েছিলে ইংরেজ রাজতন্ত্রের বিরুদ্ধে
অপোষহীন রক্তক্ষয়ী সংগ্রাম,
সশস্ত্র বিপ্লব কাণ্ডারী, তোমায় সেলাম।
জাপান, রাশিয়া, জার্মানি
সেদিনের সাক্ষী ছিল জানি,
শুনেছিল শাসকের হৃদয় কাঁপানো
তোমার ভীষণ রণ হুঙ্কার,
আজাদ হিন্দ বাহিনীর হে কর্ণধার।
আজও অমলিন তুমি বিশ্বজয়ী বীর,
এসেছিলে ভেঙে দিতে
বিদেশী শাসনতন্ত্রের কারার প্রাচীর,
চেয়েছিলে অবসান কালরাত্রির।
তাই তো হে অনমনীয় শির
রক্তের বিনিময়ে দিয়েছিলে স্বাধীনতার আশ্বাস,
সেই তো ভারত জ্যোতিষ্ক বীর সুভাষ।
ওগো ভারত সন্তান হে সিংহ হৃদয়,
শৃঙ্খলিত দেশ মায়ের নিদারুণ ব্যথায়
জীবন অর্ঘ দিলে অন্তরের পূর্ণ ভালোবাসায়।
এই কঠিন সময়
ঘুরে ফিরে মনে আসে একটিই নাম,
হে নেতাজী সুভাষচন্দ্র বসু
রইলো সবার প্রণাম।।
–~০০০XX০০০~–