শিকড়ের সন্ধানে
কিশোর বিশ্বাস
কাজের মাসি মরে যাওয়ার সময় অপরূপাকে কানে কানে যে কি বলে গেল,সেই থেকে চন্চল মেয়েটা কেমন নীরব হয়ে গেল।অথচ তার বাবা প্রতিষ্ঠিত ইন্জিনিয়ার,মা কলেজে পড়ান।টাকা পয়সার অভাব নেই। বিলাস ব্যাসনেই দিন কাটে। তবুও এখন শুধু ভিক্ষারী এলেই দৌড়ে যায়, বিশেষ করে সে যদি বিহারী হয়, তাহলে তাকে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করে। বাবা মায়ের একমাত্র আদরের ধন এমন হয়ে যাচ্ছে দেখে বাবা একদিন তাকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে মা? অপরূপা সে কথার উত্তর না দিয়ে বাবাকেই জিজ্ঞাসা করল, বাবা তোমরা আমাকে বিহারের কোন অনাথ আশ্রম থেকে এনেছ?সেখানে আমার বাবা মার নাম, ঠিকানা আছে না?