রাত মানে
নবু
রাত মানে কাজ শেষ
আয়েশ করে শোয়া,
সকাল হলে আখি যুগল
ঠান্ডা জলে ধোয়া।
সূর্য ওঠে পাখিরা ডাকে
উঠে পড়ো খোকা,
চাকরি চাকরি করো শুধু
সত্যি তুমি বোকা।
পড়েছ তো কি হয়েছে
সারাজীবন পড়ো,
বুড়ো হবার একটু আগে
না হয় তুমি মরো।
ঘর-সংসার নাইবা হল
সমাজটাকে দেখো,
বিয়ে করার আগে -ডিভোর্স
পেপার তুলে রেখো।
–~০০০XX০০০~–