ভালোবাসি তাই
আগন্তুক
ভালোবাসি তাই দূরে থেকেও রই কাছাকাছি !
ভালোবাসি তাই থাকতে চাই পাশাপাশি !
ভালোবাসি বলেই ভয় পাই , ভয় পাই হারাতে !
ভালোবাসি তাই শত কষ্টেও চাই আগলে রাখতে !
ভালোবাসি বলেই যতো চাওয়া-পাওয়া ,
হাসি-কান্না রাগ-অভিমান !
সে তোমরা যা এই ভাবো…..
আমার দুর্বলতা ,,কিং বা….. স্বার্থপরতা !
প্রয়োজনে প্রিয়জন অথবা লেনদেনিয়তা..
আমার কিছুই যায় আসে না..!
আমি মনে করি….
ভালোবাসা ভালোবাসারে বোঝে !
ভালোবেসে ভালোবাসা আগলে রাখে যে…
ভালোবাসা কেবল তারেই খোঁজে….!
ভালোবাসা রয় সর্বত্রই…
তোমাতে আমাতে সর্ব কিছুর সবের মাঝে…!
সর্ব প্রহর সকল কাজে সকাল সাঁঝে..!!
“”””””””””””””””””””””””””””””””