নতুন স্বপ্ন
রণজিৎ মন্ডল
অন্ধকারের বুক চিরে
সোনালি সূর্য উকি মারে,
একটু নতুন স্বপ্ন, আবার
বাঁচার আশা, আবার গান
শুনায় পাখির বাসা, দোলা
দেয় হৃদ মাঝারে।
দেখি সোনালি সকাল
আবার নতুন করে।
শেষ নেই স্বপ্নের, শেষ নেই
রাত্রির, শেষ নেই সকাল
হওয়া ঘুরে ঘুরে।
একদিন হয়তো হবে শেষ,
সকালটা আসবে না ফিরে,
জীবনের সব স্বপ্ন হবে শেষ
রাতের অন্ধকারে।
হারিয়ে যাবো,শেষ হয়ে যাবে
জীবনের শেষ অধ্যায়ের
রিক্ত সিক্ত কম্পিত হৃদয়
টিক্ টিক্ স্পন্দনের ছেড়া
তারে।
হয়তো বা রয়ে যাবো কারো
ভাঙা হৃদয়ের এলো মেলো
ছিন্ন বীনার কোন এক তারে।
কোন এক বসন্তের রাত্রের শেষে
শুকতারা হয়ে হাতছানি দেবে এসে,
নিতে চাইবে আমাকে সঙ্গী করে।
চেয়ে চেয়ে দেখবো তার উজ্জল
আলোর রূপ, এখনো স্বপ্ন দেখি
তার রূপে আলোকিত হব নতুন করে।
রইবো তার মনে, দেখবো নয়ন ভরে
আমার হৃদয় মিশে যাবে তার হৃদয়ে
নীল নিলিমার ঐ পারে।
আজও স্বপ্ন দেখি রাত্রে ঘুমঘোরে,
এই বুঝি এলো ফিরে সপ্নকে সত্যি
করে আমার ঘরে।
–~০০০XX০০০~–