মাতৃভাষা
শ্যামাপ্রসাদ সরকার
ছোটবেলায় শেখা সেই বুলি,
বেরিয়ে আসছে ক্রমে জিহ্বামূলে
তর্জনী শাসন করছে ঐতিহ্যকেই!
তার কাছে মাথা নীচু করে বসি,
আবেগের নাম তার কাছে বাংলাই।
হেমন্তে লাজুক সন্ধ্যা স্পর্শ করে,
হিমঘ্ন সন্ধ্যাকালে শিশিরে ভিজিয়ে,
সে দেয় অনুষ্টুপ আলোই।
তার ডাকে গতজন্ম কেটে,
এজন্মে দিব্যি সংযোগভোগ!
পরের জন্মে যদি উদাসী আকাশতলায়
একা সে জিহ্বায় যেন দেয় চন্দনের ঘ্রাণ!
এদিকে তাকালে দেখি,
দুঃসাহসী অসংখ্য প্রেমিকপুরুষ
নারীদের তৈরী করেছে আয়ুধে
সেই তেপান্তরের দিকবেলায়,
একটি নিশান ওড়ে আমার বাংলায়!
মায়ের উচ্চারণে আসে-
অদেখা দুধের ঘ্রাণ,
ভাষাও তেমন দেখি,
রক্তধারায় এসে দেয় ভীষণ টান!
বহুবছর তো কেটে গেল,
অগুনতি শৈশবকাল
এখনো দুয়ারে এসে দাঁড়িয়ে !
ক্ষমাচুম্বন তাদের দিয়ে যায় আজও
স্নেহের পাত্র হাতে দাঁড়িয়ে
এতো আমার মাতৃভাষাই…!
–০০০XX০০০–