অহংকার
জলধর (সলিল চক্রবর্ত্তী)
হৃদয় মাঝে প্রবেশ করি-
হৃদয়েরী অলক্ষে,
প্রকাশ কালে জ্ঞাত হই –
অকস্মাৎ আচম্বিতে।
হৃদয় মাঝে সদাই ঘুরি-
নরক আমার ধাম,
আগুনে পুড়ুক বা মাটিতে মিশুক
অবিনশ্বর আমার প্রাণ।
মনুষ্যত্ব যায় রসাতলে
মনুষ্য হস্ত ধরিয়া,
মদেতে মত্ত মনুষ্য জাতি-
অহম করিতে মরিয়া।
এ ধরায় কারোর কিছুই নেই-
যাহাই দেখ ,সবই মায়া,
একদিন সবই ছড়িয়া যাইবে-
চরম সত্য ইহা।
জলের যেমন হয়না আকার-
আধার-ই তার আকার,
হৃদয়কে যদি তরল করো-
দেখিবে তাহার বাহার।
তবে যদি, বোধিতে চাও মোরে
বিলীন হও মনুষ্য সনে
তবেই হবে বিনাশ মোর
চিরতরে সেই ক্ষণে।
——–//////——–