হিমেল সকাল
অনিমেষ চ্যাটার্জী
কুয়াশা চাদর দেয় সরিয়ে সকাল,
ঘাসের মাথায় ঝিলিক শিশির ফোঁটা,
হাওয়ার বেগে পাতা ঝরার খেলায়,
নতুন দিনের ঘুমের থেকে ওঠা।
আজকে তোমায় বড্ড পড়ছে মনে,
বাইরে যখন বইছে হিমেল হাওয়া,
নীল আকাশে চিলের ডানা মেলা,
স্মৃতির স্রোতে মনের ভেসে যাওয়া।
জানলা শার্সি বেয়ে আসে মিঠে রোদ,
আলতো স্পর্শে অন্তর যায় ধুয়ে,
জানলার পাশে একলা তখন আমি,
কফির কাপ ঠোঁট দিয়েছি ছুঁয়ে।
সজীব সবুজ বাগানের গাছগুলো,
নতুন আলোয় আনন্দে তারা নাচে,
পাখিগুলো সব গাইছে মধুর সুরে,
স্মৃতি পথ বেয়ে তুমি এসেছো কাছে।
বনের মাঝে আজ হারালো মন,
ঝরা পাতার মোরামের পথ বেয়ে,
ফুলের গন্ধ হাওয়ায় ভেসে আসে,
এগিয়ে চলা তোমায় সঙ্গে নিয়ে।
ঘরের মাঝে কলের গানে তখন,
প্রাণের সুরে বেহালায় আর ছড়ে,
সামনে খোলা খাতার সাদা পাতা,
মনের ভাষায় কালির দাগে ভরে।
–~০০০XX০০০~–