স্মৃতিরা কথা কয়
মৃনাল কান্তি বাগচী
রয়েছে আকাশ,বইছে বাতাস
গাইছে পাখি গান,
শুধু তুমি নাই
রয়েছে তব শূণ্যস্থান।
শূণ্যের মাঝে শূণ্য হেরিয়া
দেখি তোমায় নতুন করিয়া,
যে চলে যায়, সে আসেনা
সময় চলে যায় তার স্মৃতি
স্মরিয়া।
স্মৃতিরা কত কথা কয়
সে কথা বুঝিবার সাধ্য,সবার
নাহি হয়,
যে জন বোঝে সে ভাষা
তার মাঝে শূণ্যতা কি করে
রয়?
জীবন অনিত্য, ভালোবাসা
নিত্য
তার শেষ নাহি হয়,
ভালোবাসার মানুষ যতই দূরে
থাক
তাকে ভোলা নাহি যায়।
সে থাকে আশে পাশে
যতই দূরে যাক,
তার শূণ্যতায় হৃদয়খানি
পুড়ে হয় খাক।
সব থেকেও,মনে হয় সবই
শূণ্য
হৃদয় হয়ে যায় ছিন্ন ভিন্ন,
না থেকেও যে থাকে হৃদয়ে
সেই জীবনে অভিন্ন
–~০০০XX০০০~–