স্মৃতি ধূসর নাহি হয়
মৃনাল কান্তি বাগচী
সময়ের সাথে সাথে জীবনের
অনেক স্মৃতি হয়ে যায় ফিকে,
এটাই বাস্তব, নয় কভু মিছে
জীবনের গতি চলে একেবেঁকে।
এজন্য করা ঠিক নয়
মোটেই দুঃখ,
দুঃখকে দুঃখ ভাবলে,
দুঃখই বাড়ে
তাতে পাওয়া যায়না
একটুও সুখ।
সুখ চাইলেই
সুখ পাওয়া নয়তো সোজা,
ললাটে সুখ না থাকিলে
বৃথাই সুখ খোঁজা।
জীবনের অঙ্ক মেলানো
সব সময় নয় সোজা,
আজীবন চেষ্টা করেও
আপনজনের মন
নাহি যায় বোঝা।
বোঝা না বোঝার দোদুল্যমানতায়
কত জীবন যায় হারিয়ে
কত ভালোবাসার পরিণতি
বিচ্ছেদের খাতায় যায়
লিপিবদ্ধ হয়ে।
বিচ্ছেদ হলে কি সব
স্মৃতি মুছে যায়?
যতই মানুষ চেষ্টা করুক
কিছু কিছু স্মৃতি আজীবন
ধূসর নাহি হয়।।।
——–+++++++——–