“স্মৃতি আজ পৌষ পার্বণ”
✍️ শিব প্রসাদ হালদার
সেই ছোট্ট বেলায় পৌষ পার্বণে
পিঠা খেতাম কত,
মায়ের হাতের পিঠা পুলি
খেতাম পারি যত!
তিন চার দিন খেতাম শুধু
জ্বলতো গলা বুক,
তুলে কত চোঁয়া ঢেঁকুর
করতাম কেমন মুখ।
সে সব কথা গল্প আজ
যুগের অনুপাতে,
স্মৃতির কোঠায় আছে জমা
পাই আনন্দ তাতে— !!
–~০০০XX০০০~–
“সবুজ স্বপ্ন” ওয়েব ম্যাগাজিনের সম্পাদক মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ। ম্যাগাজিনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। নিয়মিত লেখক ও পাঠক বন্ধুদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা