মহাপ্রাণ বিবেকের প্রতি
আগন্তুক
না না ও বাণী ওদের শুনাইয়ো না ,
বক্ষে অগ্নি জ্বালাইয়ো না !
বিবেকের প্রবচনে জীবসেবা শিখাইয়া ,
ওদের স্বার্থ হরণ করিও না !
জাগাইয়ো না তরুণের ঘোচায়ে জড়তা ,
পাঠাইয়ো না বিজয় ধ্বনিত অগ্নি পথে !
চেতনার জ্ঞানে সিক্ত করিয়া ,
ওদের শিখাইয়ো না চলা স্বর্নরথে !
ওরা জাগবে না , ওদের ঘুম ভাঙবে না !
ওরা জেগে ঘুমায় , রইয়া কু-আশক্তিতে মত্ত !
ওরা পাদুকা চাটে , মহা হরষে !
কর্মবিহিন পাওয়ার ত্রাসে , লুকাইয়া চরম সত্য !
ওরা বন্দি , শিখবে নীতি ফাঁকের ফন্দি !
স্বার্থতাতে বশীভূত রইয়া , মানবে সর্ব দন্দি !
চাইলে ওরা সবই পারে , বিচ্ছেদ মিলন সন্ধি !
এক নিমিষে মাড়াইতে পারে , সর্ব সীমার গণ্ডি !
যদি পারো হে মহাপ্রাণ , জীব প্রেমী সন্ন্যাসী !
দাও , দাও তব যোগ জ্ঞানের পূর্ন জ্যোতি !
আগুয়ান হউক সকল জীব , হউক কর্ম প্রয়াসী !
হিংসা দম্ভ অহং মূর্ছাইয়া , আসুক চেতনার মুক্তি !
””””””‘”‘””””””””””””””””””