” মন বনে “
রণজিৎ মন্ডল
আনন্দঘন মনবনে ঘুরেছিনু
যেদিন আপন মনে,
খেলার ছলে লোভেছিনু কত
ফুল ফল মৃদু মন্দ সমীরণে।
মাতৃসম স্নেহ মম হৃদয়ে হেরেছিনু
চকিত শোভিত নয়নে।
এহেন আকাশে, এহেন বাতাসে,কহিনু
ফুলের জন্ম লগনে,
এই মধূবনে, কেন দিলে মনে, কত সহিনু
রূপ, রস, রং জীবনে।
হেরেছি যে রূপে মমতার দ্বীপে ভ্রমিনু
সরল, গরল মনে,
সহসা দেখি, এসে কত পাখি, লহিনু
চুমিয়া যত মধূ ফুলের গহনে।
সংঘাত মম শরীরে এ মনে, এসেছিনু
হেথা হেরিতে করুণ বরণ বনে!
কম্পিত মনে, দাঁড়িয়ে এ বনে কলঙ্কিনু
মম প্রেম ভালোবাসারে নৃশংসতার সনে।
শুধু নিতে হেথা, দিতে নাহি শিখিনু
প্রেম ভালোবাসা কাহারো সনে,
মাতৃ জঠোরে, ভুমিষ্ট আদরে কাঁদিনু
চাহিয়া মুখপাণে,
স্নেহ ভরা মনে লালনে পালনে লোভেছিনু
তারে, একাকি শয়ণে, স্বপনে।
কাঁদিয়া হৃদয় শুধু মোরে কয় দিয়েছিনু
কি? লোভেছিনু কি?
চিরতরে তারে হারাইবো যবে
হেরিবো না কভু এ মনে।
–~০০০XX০০০~–