বিনিদ্র কাটে রাত
প্রেমাঙ্কুর মালাকার
রাত বেড়ে চলে,এ.সি.ওয়েটিং হলে,
মেঝেতে ঘুমোয়,কত লোক দলে দলে।
গিন্নির চোখে,নামে নিদ্রার ধুম,
আমি দেখি লিখি,দুই চোখে নেই ঘুম।
বৃদ্ধ ঘুমোয়,লাগেজ রাখার ‘রেকে’,
ব্যাগ ও ব্যাগেজ,শিয়রের তলে রেখে।
এদের নয়নে, নিদ্রার আবিলতা,
নির্ভয়ে শোয়, যত্রতত্র যথা।
যেখানে সেখানে, ঘুমায় না বহুলোকে-
সারারাত কাটে,নিদ্রাবিহীন চোখে।
প্রথমরা হলো, ঘুমের বোহেমিয়ান,
দ্বিতীয় রা করে, ঘুমের অসম্মান।
‘ইনসমনিয়া’, রোগে ভোগে লাখ লাখ,
ঘুমের ম্যাজিক, শেখে নাই ব্যাডলাক।
অনিদ্রা রোগ,অভিশাপ সাক্ষাৎ,
ওরা বেশী সুখী, রাত হলো ঘুমে কাৎ!
–~০০০XX০০০~–