বিদায় বেলা
✍🏻 অনিমেষ চ্যাটার্জী
দিনমণির নিভলো বাতি,
সন্ধ্যা দিল আঁচল পাতি,
শান্ত ছায়া ঘনায় ধীরে,
ফিরলো পাখি আপন নীড়ে।
আকাশ ছেয়ে সন্ধ্যা তারা,
মাটির পানে নিমেষ হারা,
দিঘীর জলে রাতের কালো,
দূরের পানে বিজলি আলো।
ক্লান্ত শীতল হাওয়ার কথা,
রোজ কত কি অভিজ্ঞতা,
শুনিয়ে গেল হৃদয় ভরে,
ঘুমপাড়ানি গানের সুরে।
আঁধার মাঝে জোনাক জ্বলা,
পূব আকাশে চাঁদের কলা,
সন্ধ্যা মুখর ঝিল্লি তানে,
মন উদাসী ঘরের পানে।
——–=xxx=——-